or
Don't have an account? Register
প্রভা রানির বয়স ৬৫। তিনি ছোটবেলা থেকেই অন্যায় কাজের প্রতিবাদ করতেন। এ শিক্ষা তিনি একটি ধর্মগ্রন্থ থেকে পেয়েছেন। যেখানে জ্ঞান, কর্ম ও ভক্তির সমন্বয় করা হয়েছে। এখনও তিনি সেই ধর্মগ্রন্থটি নিয়মিত চর্চা করেন ।
প্রভা রানি কোন ধর্মগ্রন্থটি পাঠ করেন?
উক্ত গ্রন্থে বর্ণিত হয়েছে—
i. জ্ঞানী ভক্তের কথাii. মোক্ষলাভের কথাiii. আত্মার কথা
নিচের কোনটি সঠিক?
গীতায় কর্ম করতে বলা হয়েছে কেন?
হিন্দুধর্মে চারটি বর্ণ সৃষ্টি হয়েছে—
i. প্রকৃতির গুণ অনুসারেii. বংশ মর্যাদা অনুসারেiii. কর্মের বিভাগ অনুসারে
'পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম'- উক্তিটি কোথায় বলা হয়েছে?
'আত্মার ধ্বংস নেই'- এ শিক্ষণীয় কথা কোথায় উল্লেখ আছে?
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবার প্রেরণা দেয় কোন গ্রন্থ?