হেমন্ত ও শরৎ একই গুরুর নিকট পড়াশোনা করত। সময়ের সাথে সাথে হেমন্ত খুব ধনী হলেও গরিব থেকে যায় শরৎ। একদিন শরৎ হেমন্তের সাথে দেখা করতে যায় । হেমন্ত শরৎকে দেখে ভীষণ খুশি হয় এবং তার পরিবারের সবার খোঁজ-খবর নেয় ।
হেমন্ত পাঠ্যবইয়ের কোন চরিত্রের প্রতিচ্ছবি?