মহেন্দ্ৰ বাবু এক ধর্মসভায় বললেন, 'আমাদের একজন দরদি মহামানব ছিলেন। যিনি হিন্দু ধর্মদর্শনকে পাশ্চাত্য দেশে প্রচার করেছিলেন। বেদান্তের মূল দর্শনকে তিনি আমেরিকাসহ ইউরোপের বিভিন্ন দেশে প্রচার করেছিলেন। তাঁর বিখ্যাত বাণী— 'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।'
মহেন্দ্ৰ বাবু কোন মহামানবের কথা বলছেন?