মহেন্দ্ৰ বাবু এক ধর্মসভায় বললেন, 'আমাদের একজন দরদি মহামানব ছিলেন। যিনি হিন্দু ধর্মদর্শনকে পাশ্চাত্য দেশে প্রচার করেছিলেন। বেদান্তের মূল দর্শনকে তিনি আমেরিকাসহ ইউরোপের বিভিন্ন দেশে প্রচার করেছিলেন। তাঁর বিখ্যাত বাণী— 'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।'
অনুচ্ছেদে বর্ণিত বাণীর মূল দর্শন হলো-
i. জীবসেবা করলেই ঈশ্বর সেবা করা হয়
ii. মানুষের সেবা করলেই ঈশ্বর সেবা করা হয়
iii. জীবমাত্রই ঈশ্বর
নিচের কোনটি সঠিক?