সোডিয়াম কার্বনেটের সাথে HCI এর বিক্রিয়ায় উৎপন্ন হয় -

i. NaOH 

ii. NaCl 

iii. CO2 

নিচের কোন সঠিক?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

লেবুর রস, ভিনেগার, চুন, এন্টাসিড ঔষধ, খাবার লবণ এগুলো আমাদের िপ্রানী প্রম। এদের মধ্যে কোনোটি অম্ল বা এসিড, কোনোটি ক্ষারক থাকার কোনোটি হয়তো লবণ। এদের রাসারনিক ধর্ম ভিন্ন ভিন্ন। ধর্ম অনুযায়ী এদের একেকটি এক এক কাজে ব্যবহৃত হয়ে থাকে।

এই অধ্যায় পাঠ শেষে আমরা-

   • অম্ল ও ক্ষারকের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব;

   • কানের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব:

   • লবণের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারব:

   • নিরপেক্ষ পদার্থ ব্যাখ্যা করতে পারব;

   • পরীক্ষণ কার্যক্রমে যন্ত্রপাতির ব্যবহার সঠিকভাবে করতে পারব;

   • আমাদের জীবনে অম্ল, ক্ষার ও লবণের অবদান উপলব্ধি করতে পারব:

   • পরীক্ষণ কার্যক্রম চলাকালীন জনী নর সদস্যদের সচেতন করতে পারব।

Content added || updated By
Promotion