একটি খালি পাত্রে একটি মুদ্রা রাখা হলো। পাত্রের কিনারা বরাবর চোখ এমনভাবে রাখা হলো যেন মুদ্রাটি একটুর জন্য দেখা না যায়। এ অবস্থায় চোখ স্থির রেখে পাত্রে পানি ঢালতে থাকলে পয়সাটিকে দেখা যাবে ।
উপরিউক্ত উদ্দীপকে পয়সাটিকে দেখা যায় কারণ—
i. পানিতে নিমজ্জিত অবস্থায় পয়সা থেকে নির্গত আলোকরশ্মি পানি থেকে বায়ুতে প্রবেশ করে
ii. আলোকরশ্মি প্রতিসরিত হয়ে অভিলম্ব থেকে দূরে সরে যায়
iii. আলোকরশ্মি প্রতিসরিত হয়ে অভিলম্বের দিকে বেঁকে যায়
নিচের কোনটি সঠিক?