হাফিজ তার একখণ্ড জমিতে ধান চাষ করে ১০ কুইন্টাল ধান পেল। কিন্তু ধান চাষ না করে পাট উৎপাদন করলে ৫ কুইন্টাল পাট পেত।
এক্ষেত্রে ধান উৎপাদনের সুযোগ ব্যয় কত?
i. ১০ কুইন্টাল ধাম
ii. ৫ কুইন্টাল পাট
iii. ১৫ কুইন্টাল ধান
নিচের কোনটি সঠিক?
অর্থনীতি সম্পর্কে সম্যক ধারণা অর্জনের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা জরুরি। সম্পদ ও দ্রব্যের সংজ্ঞা ও এর শ্রেণি বিভাগ, সুযোগ ব্যয় ও চয়ন, আয়, সঞ্চয়, বিনিয়োগ, অর্থনৈতিক ও অ-অর্থনৈতিক কার্যাবলি এবং সর্বোপরি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড এ অধ্যায়ে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। অর্থনীতির মূল আলোচনায় যাওয়ার আগে এ মৌলিক ধারণাগুলো অর্থনীতিকে বুঝতে সহায়ক হবে।