উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নের উত্তর দাও

হাসান ‘ক’ দেশে বাস করে। 'ক' দেশের ভৌগলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্য ১,১৪,৮৫০ কোটি টাকা। তা থেকে মূলধনের ক্ষয়-ক্ষতি জনিত ব্যয় বাদ দিলে অবশিষ্ট থাকে ১,১৪,৩০৭ কোটি টাকা।

‘ক’ দেশের GDP নির্ভর করে— 

i. ভূমি ও প্রাকৃতিক সম্পদের ওপর 

ii. শ্রম ও মূলধনের ওপর 

iii. প্রযুক্তি ও সম্পদের সচলতার ওপর 

নিচের কোনটি সঠিক?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago

একটি দেশের জাতীয় আয়ের ধারণা থেকে সে দেশের অর্থনৈতিক অবস্থা বোঝা যায়। অর্থাৎ দেশটি কী উন্নত, উন্নয়নশীল, না অনুন্নত এ সম্পর্কে ধারণা করা যায় । কোনো দেশের জাতীয় আয় কত, তা জানার জন্য জাতীয় আয় পরিমাপ করতে হয়। এ অধ্যায়ে বাংলাদেশে জাতীয় আয় গণনার পদ্ধতি ও কৌশল সম্পর্কে আলোচনা করা হবে।

Promotion