রহমান সাহেব টেলিস্কোপ দিয়ে যে গ্রহটি দেখেছিল তা পূর্ব থেকে পশ্চিমে পাক খায় ।
উদ্দীপকে উল্লিখিত গ্রহটির বৈশিষ্ট্য হলো—
i. এই গ্রহটি ঘন মেঘে ঢাকা
ii. এই গ্রহটির দিন ও রাতের মধ্যে আলোর তারতম্য হয় না
iii. এর উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি
নিচের কোনটি সঠিক?
পৃথিবী মানবজাতির আবাসস্থল। পৃথিবীর চারদিকে ঘিরে রয়েছে অসীম মহাকাশ। সৌরজগতের কেন্দ্রে সূর্য রয়েছে। মহাকাশে এরূপ বহু নক্ষত্র রয়েছে। পাশাপাশি চন্দ্র (উদাহ), পৃথিবী (গ্রহ), ধূমকেতু, উল্কা, নীহারিকা প্রভৃতি রয়েছে। ক্ষুদ্র পোকামাকড় ও ধূলিকণা থেকে শুরু করে আমাদের এই পৃথিবী, দূর-দূরান্ত্রের সকল জ্যোতিষ্ক এবং দেখা না দেখা সবকিছু নিয়েই মহাবিশ্ব। এ অধ্যায়ে আমরা মহাকাশ, মহাবিশ্ব, সৌরজগৎ, পৃথিবী ইত্যাদি নিয়ে আলোচনা করব।