শহরে বহু পরিশ্রম করে গ্রামের স্কুলে ছেলে সাজ্জাদকে পড়ালেখা করান। কখনো ছেলের পড়াশোনায় যেন বিঘ্ন সেজন্য বহু কষ্টে নিজের কাজ চালিয়ে মান এবং গ্রামে টাকা পাঠান। সাজ্জাদও বাবার স্বপ্নকে বুকে ধারণ করে দৃঢ়চিতে পড়াশোনা করে এবার মেডিকেলে ভর্তি হয়।
উদ্দীপকের সাজ্জাদের চরিত্রে জীবন-সঙ্গীত' কবিতার যে শিক্ষাটি ফুটে উঠেছে, তা হলো-
i. সংগ্রামশীলতা
ii. সিদ্ধান্তে দৃঢ়তা
iii. কীর্তিমানকে অনুসরণ
নিচের কোনটি সঠিক?