রিংকু তার বাবার সাথে সিলেট বেড়াতে যায়। একেক অঞ্চলের একেক রকম আবহাওয়া দেখে সে অভিভূত। সিলেট থেকে তারা জয়ন্তিয়া পাহাড় দেখতে গেল। দূর থেকে সে দেখল পাহাড়ের একটি ঢালে বৃষ্টি হচ্ছে কিন্তু বিপরীত ঢালে বৃষ্টি হচ্ছে না ।
বায়ুতে শতকরা কত ভাগ অক্সিজেন আছে?