মতিন তার চারপাশের অবস্থা দেখে কষ্ট বোধ করে। চারদিকের স্বার্থপর মানুষ দেখে তার মনে হয়, সে যদি অন্য জগতে চলে যেতে পারত তবে ভালো হতো।
মিল রয়েছে যে কারণে-
i. জাগতিক জটিলতা দেখে কষ্ট পাওয়া
ii. ভালোবাসাপূর্ণ জগতের আকাঙ্ক্ষা
iii. যেখানে রয়েছে সেখানেই থাকতে চাওয়া
নিচের কোনটি সঠিক?
আমি সেই জগতে হারিয়ে যেতে চাই,
যেথায় গভীর-নিশুত রাতে
জীর্ণ বেড়ার ঘরে
নির্ভাবনায় মানুষেরা ঘুমিয়ে থাকে ভাই ॥
যেথায় লোকে সোনা-রূপায়
পাহাড় জমায় না,
বিত্ত-সুখের দুর্ভাবনায়
আয়ু কমায় না;
যেথায় লোকে তুচ্ছ নিয়ে
তুষ্ট থাকে ভাই ॥
সারা দিনের পরিশ্রমেও
পায় না যারা খুঁজে
একটি দিনের আহার্য সঞ্চয়,
তবু যাদের মনের কোণে
নেই দুরাশা গ্লানি,
নেই দীনতা, নেই কোনো সংশয় ৷
যেথায় মানুষ মানুষেরে
বাসতে পারে ভালো
প্রতিবেশীর আঁধার ঘরে
জ্বালতে পারে আলো,
সেই জগতের কান্না-হাসির
অন্তরালে ভাই
আমি হারিয়ে যেতে চাই ॥