ঘাটে পৌছতে পৌঁছতে বিকেলের রোদ পশ্চিমে পড়ে আসছিল। ঘাটের মাঝি বৃদ্ধ সলিমুদ্দিন একগাল হেসে বলল, কিবা আছ নূরু মিয়া? মধুমতির খলবল করে চলা জলও যেন বলে উঠল, কেমন আছ আমার সোনা। নদী পার হওয়ার পর কাঁদু বুড়ির খড়ের ঘর পড়ে। শুকনো খাঁ খাঁ রান্নাঘরে বসে থাকা কাঁদু বুড়ি দু চোখের পাতা প্রসারিত করে বলল, কে যায়? ও জমিলা বুর ছাওয়াল না?
ঘাটের মাঝি তোমার পঠিত ‘আমি কোনো আগন্তুক নই' কবিতায় কোন চরিত্রের প্রতিচ্ছবি?