ভাষার প্রতি গভীর ভালোবাসার কারণেই সেদিন তরুণরা পাকিস্তানি স্বৈরশাসকদের লেলিয়ে দেওয়া পুলিশের তাক করা রাইফেলের সামনে বুক পেতে দিয়েছিল। বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল। এর ফলে গড়ে ওঠে ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদ। e বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে '৭১-এর স্বাধীনতাযুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়ে।
উদ্দীপক ও 'আমার পরিচয়' কবিতা উভয় ক্ষেত্রেই দেখা যায়-