রিমা সেন্টাল লাইব্রেরিতে বই পড়তে গিয়ে একটি বইয়ের কাতা পেজে দেখতে পায় স্বাধীন সুলতানি আমল (১৩৩৮-১৫৩৮ খ্রি.) লেখা রয়েছে। কৌতূহলী হয়ে সে বইটি পড়তে শুরু করে ।
লাইব্রেরির বইটিতে লেখা সময়কাল কোন অঞ্চলের শাসকদের জন্য ব্যর্থতার পরিচয় বহন করে?
মুসলমান শাসনের সূচনাকালকে বাংলায় মধ্যযুগের শুরু বলা হয় । ইতিহাসে এক যুগ থেকে অন্য যুগে প্রবেশ করতে হলে বিশেষ কতকগুলো যুগান্তকারী পরিবর্তন দরকার। মুসলমানদের বঙ্গ বিজয়ের ফলে বঙ্গের রাজনৈতিক ক্ষেত্রেই শুধু পরিবর্তন আসেনি; এর ফলে বঙ্গের সমাজ, ধর্ম, অর্থনীতি, ভাষা ও সাহিত্য, শিল্পকলাসহ বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসে।
এ অধ্যায় শেষে আমরা-