মজুমদার সাহেব তার লিমিটেড কোম্পানি পরিচালনার জন্য ঘনিষ্ঠ লোক ফরহাদকে নিয়োগ করেন। মজুমদার ও এরফান পাঠানের মধ্যে ব্যবসায়িক শত্রুতা রয়েছে। ইতিমধ্যে এরফান পাঠান মজুমদার সাহেবকে পরাজিত করার জন্য ফরহাদের সাথে গোপনে চক্রান্ত করে। ফলে ফরহাদ বিশ্বাসঘাতকতা করে পাঠানের কোম্পানির আধিপত্য বিস্তার ঘটায় পক্ষান্তরে মজুমদারকে পরাজিত করে।
বর্ণিত ঘটনা দ্বারা কোনটির বহিঃপ্রকাশ ঘটেছে?
মুসলমান শাসনের সূচনাকালকে বাংলায় মধ্যযুগের শুরু বলা হয় । ইতিহাসে এক যুগ থেকে অন্য যুগে প্রবেশ করতে হলে বিশেষ কতকগুলো যুগান্তকারী পরিবর্তন দরকার। মুসলমানদের বঙ্গ বিজয়ের ফলে বঙ্গের রাজনৈতিক ক্ষেত্রেই শুধু পরিবর্তন আসেনি; এর ফলে বঙ্গের সমাজ, ধর্ম, অর্থনীতি, ভাষা ও সাহিত্য, শিল্পকলাসহ বিভিন্ন ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসে।
এ অধ্যায় শেষে আমরা-