সুন্নাত তাদের পুকুর ঘাটের আম গাছের নিচে বসেছিল। এক সময় একটি পাকা আম তার গায়ের উপর পড়ল। আমটি খেতে খেতে সে ভাবতে লাগল আমের প্রতি পৃথিবীর আকর্ষণের কথা ।
আমের প্রতি পৃথিবীর আকর্ষণ নির্ভর করে—
i. আমের ভর
ii. পৃথিবীর ভর
iii. আম ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্বের উপর
নিচের কোনটি সঠিক?
আমাদের দৈনন্দিন জীবনের কার্যক্রমের অংশ হিসেবে প্রতিদিনই আমাদের কোনো কিছুকে টানতে হয়, ঠেলতে হয় কিংবা ধাক্কা দিতে হয়। কোনো বস্তুর গতির অবস্থার পরিবর্তন ঘটাতে চাইলেই আমরা সেটাকে টানি, ঠেলি বা ধাক্কা দিই অর্থাৎ বল প্রয়োগ করি। বল প্রয়োগ করে স্থির কর্তৃকে গতিশীল করা যায়, আবার গতিশীল কস্তুর গতি পরিবর্তন করা যায়, এমনকি গতি থামিয়েও দেওয়া যায়। এ অধ্যারে আমরা জড়তা, বল, স্থিতি এবং গতি আলোচনা করব। পতির উপর বলের প্রভাব বোঝার জন্য আমরা নিউটনের প্রথম সূত্র থেকে বলের প্রকৃতি জানব। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ করব এবং নিউটনের তৃতীয় সূত্র থেকে বলের ক্রিয়া-প্রতিক্রিয়া আলোচনা করব।
এই অধ্যায় পাঠ শেষে আমরা: