তাসফি নদীর ধারের একটি জমিতে আলুর চাষ করে আসছিলেন । প্রথম দিকে তার জমি থেকে আশানুরূপ ফলন পেলেও বর্তমানে তার জমির ফলন কমে যাচ্ছে। তিনি এ বিষয়ে কৃষি কর্মকর্তার সাথে পরামর্শ করেন। কৃষি কর্মকর্তা তাকে জমির ঢালু অংশে ভালোভাবে আইল তৈরির পরামর্শ দেন ।
তাসফির জমির ফলন কমে যাওয়ার কারণ—
i. জমির উর্বরতা হ্রাস
ii. জৈব পদার্থের অভাব
iii. মাটির অনুন্নত গঠন
নিচের কোনটি সঠিক?