ঘটনা-১ : মলিদের পরিবারের সবাই বিভিন্ন কাজে অংশগ্রহণ করে। প্রত্যক্ষভাবে সবাই যেকোনো কাজে নিজেদের আধিপত্য খাটিয়ে চলে । ফলে দেখা যায়, কোনো কাজ সঠিকভাবে সম্ভব হচ্ছে না।
ঘটনা-২ : খুশিদের পরিবারে তার বাবা প্রধান। তিনি সবার কাছ থেকে মতামত নিয়ে তারপর কোনো সিদ্ধান্ত গ্রহণ করে। এতে সব কাজই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
মলিদের পরিবারে গণতন্ত্রের যে রূপ লক্ষ করা যায় তা হলো-