মনির সাহেব ছোট পরিসরে একটি মুরগির খামার পরিচালনা করতেন। পাঁচ মাস পূর্বে তার মামার কাছ থেকে টাকা ধার নিয়ে তিনি একটি গরুর খামার তৈরি করেন। জনাব মনির খামার থেকে প্রাপ্ত আয়ের অর্ধেক প্রতিদিন ব্যাংকে জমা রাখেন এবং বাকি টাকা দিয়ে দৈনন্দিন খরচ নির্বাহ করেন। সম্প্রতি মনিরের মাথা টাকা ফেরত চাইলে তিনি দেখলেন ব্যাংকের জমাকৃত টাকা দিয়ে মামার রূণ পরিশোধ করা যাচ্ছে না। কীভাবে টাকা পরিশোধ করা যায় তা নিয়ে তিনি বেশ চিন্তিত ।
উদ্দীপকে কোন ধরনের অর্থায়নের কথা বলা হয়েছে?
অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ, এর ব্যবস্থাপনা ও বণ্টনকে বুঝায়। এই অধ্যায়ে আমরা তহবিল সংগ্রহ করার কাজটি সুচারুরূপে সম্পাদনের জন্য এর বিভিন্ন উৎস সম্পর্কে ধারণা লাভ করব। অর্থায়নের বিভিন্ন উৎসের বিভিন্ন বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের কারণে ব্যবসায়ের বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন উৎস ব্যবহার করে তহবিল সংগ্রহ করা উচিত। যেমন: স্থায়ী মূলধন সংগ্রহের জন্য শেয়ার বিক্রি করে তহবিল সংগ্রহ করা উচিত। আবার দৈনন্দিন প্রয়োজন যেমন: কাঁচামাল ক্রয়ের জন্য বাকিতে ক্রয়ের সুযোগ ব্যবহার করা উচিত বা স্বল্পমেয়াদি ব্যাংক ঋণ নিয়ে তহবিল সংগ্রহ করা উচিত।
এই অধ্যায় পাঠ শেষে আমরা –