বাংলাদেশের নাগরিক ইসহাক সাহেব মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সরকারি জাহাজের নাবিক। তিনি সমীক এই জাহাজে বসবাসকালে তার কন্যা রীনার জন্ম হয়। ইসহাক সাহেব মার্কিন যুক্তরাষ্ট্রের মাগরিকতা লাভের জন্য আবেদন করলে সপরিবারে নাগরিকত্ব লাভ করেন।
রীনার নাগরিকতা অর্জনের ক্ষেত্রে প্রযোজ্য হলো, সে-
i. বাংলাদেশের নাগরিক
ii. মার্কিন যুক্তরাীের নাগরিক
iii. বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক
নিচের কোনটি সঠিক?