or
Don't have an account? Register
জনাব আজিজ সাহেব একজন সরকারি কর্মকর্তা। বিভিন্ন উপায়ে ঘুষ গ্রহণের অনেক সুযোগ থাকা সত্ত্বেও তিনি তা গ্রহণ করেন না ৷ দ্রব্যমূল্যের ঊরগতির কারণে তাকে অনেক কষ্টে জীবনযাপন করতে হয়।
জনাব আজিজ সাহেবের কাছে মূলত নাগিরকের কোন গুণটি ফুটে উঠেছে?
আইনের অবর্তমানে অরাজকতাপূর্ণ হয়ে ওঠে-
i. অধিকার
ii. সমাজ
iii. জীবন
নিচের কোনটি সঠিক?
বিবেকবান নাগরিক –
i. রাষ্ট্রপ্রদত্ত অধিকার ভোগ করে
ii. রাষ্ট্রের প্রতি যথাযথভাবে দায়িত্ব ও কর্তব্য পালন করে
iii. ন্যায়ের পক্ষে থাকে
বিবেকের মাধ্যমে নাগরিক অনুধাবন করতে পারে—
i. ন্যায়-অন্যায়
ii. সৎ-অসৎ
iii. ভালো-মন্দ
মার্কিন যুক্তরাষ্ট্র অনুসরণ করে—
i. জন্মনীতি
ii. জন্মস্থান নীতি
iii. অনুমোদনসূত্র
বুদ্ধিমান নাগরিক বহুমুখী সমস্যা ও সমাধানের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে-
i. পরিবারে
ii. সমাজে
iii. রাষ্ট্রে