মি. 'ক' এমন একটি দেশের নাগরিক যেখানে ব্যক্তিমালিকানায় মিল- কারখানা পরিচালিত হয় এবং ভোগের ক্ষেত্রেও স্বাধীনতা থাকে। অন্যদিকে মি. 'খ' যে দেশের নাগরিক সে দেশে ব্যক্তিস্বাতন্ত্র্যকে স্বীকার করা হয় না এবং একটিমাত্র রাজনৈতিক দল থাকে।.
অনুচ্ছেদে মি. 'খ'-এর দেশে কোনটি গড়ে ওঠার সুযোগ থাকে না?