নিহার ইংল্যান্ড থেকে বাংলাদেশে তার বন্ধু লিমনের বাড়িতে বেড়াতে এসেছে। রাতে খাওয়ার পরে নিহার ও লিমন তাদের নিজ নি্জ দেশের সংবিধান নিয়ে আলোচনা করে। আলোচনার এক পর্যায়ে 'সংবিধান প্রণয়নের পদ্ধতি নিয়ে আলোচিত হয়।
পিষনের দেশের সংবিধান—
i. অলিখিত
ii. লিখিত
iii. দুষ্পরিবর্তনীয়
নিচের কোনটি সঠিক?