সুমন বাবার সাথে মুক্তিযুদ্ধ যাদুঘর পরিদর্শন করতে যায়। গ্যালারিতে প্রদর্শিত কিছু চিত্র দেখে সুমন আঁতকে ওঠে। যা ছিল হাজার হাজার বাঙালির নির্মমভাবে হত্যা করার চিত্র। অপর একটি গ্যালারিতে সুমন একটি প্রামাণ্য চিত্র দেখতে পায়। পতাকা হাতে বিজয়ের মিছিল, কণ্ঠে সবার একই গান “আমার সোনার বাংলা আমি তোমায়- ভালোবাসি।”
সুমনের দেখা চিত্রটি ইতিহাসের কোন তারিখকে স্মরণ করিয়ে দেয়?