তোমার নিজস্ব জমিতে তুমি কৃষিপণ্য উৎপাদন করে স্থানীয় বাজারে আকার, সাইজ ও মান অনুযায়ী ক্রেতাদের আকৃষ্ট করার জন্য সাজিয়ে রাখ। তোমার বিক্রিও ভালো, তাই লাভও ভালো হয়। বিক্রির সময় ক্রেতাদের সুন্দরভাবে মোড়ক করে দাও।
তোমার সঠিক বণ্টনপ্রণালি ব্যবহারের ফলে-
i. ক্রেতা ভালো মানের পণ্য পাবে
ii. ক্রেতা কম মূল্যে পণ্য পাবে
iii. বিপণনকার্য সহজ হবে
নিচের কোনটি সঠিক?