জনাব রিগানের কারখানার শিল্প বর্জ্য নির্গত তরল পদার্থ নদীনালায় পড়ে। পাশাপাশি তার কারখানার ফলে শব্দদূষণ দিন দিন বেড়ে চলেছে।
জনাব রিগানের কারখানায় তরল পদার্থ কী দূষিত করছে?
যদিও ব্যবসায়ের প্রধান উদ্দেশ্য মুনাফা অর্জন তবু ব্যবসায় প্রতিষ্ঠানকে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টি মেনে চলতে হয়। সমাজ ও ব্যবসায় সম্প্রদায়ের সদস্য হিসেবে ব্যবসায়ী ও ব্যবসায় উদ্যোক্তাকে সামাজিক মূল্যবোধ ও নৈতিকতা এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন ও পালন করতে হয়। এ অধ্যায়ে আমরা ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারব।
এ অধ্যায় পাঠ শেষে আমরা-