or
Don't have an account? Register
মি. সালাম তার ব্যবসায়ের পণ্য নগদে বিক্রয় করেন ৩,০০০ টাকা। কর্মচারীর বেতন প্রদান করেন ২,৫০০ টাকা। রশিদের নিকট থেকে পেলেন ৩,০০০ টাকা। তিনি ব্যাংকে জমা দিলেন ৫০০ টাকা।
নগদে পণ্য বিক্রয় করার ক্ষেত্রে বিক্রয় হিসাব কী হিসাব?
হিসাবের শ্রেণিবিভাগ সম্পর্কে সামঞ্জস্যপূর্ণ- i. ব্যয় হিসাবii. সম্পদ হিসাবiii. আয় হিসাবনিচের কোনটি সঠিক?
উপর্যুক্ত ৩নং লেনদেনের ফলে কোনটি ঘটে (আধুনিক পদ্ধতিতে)?
হিসাব সমীকরণ সম্বন্ধে সামঞ্জস্যপূর্ণ- i. মোট সম্পদ = মোট দায়ii. সম্পদ = দায় + স্বত্বাধিকারiii. সম্পদ = দায় + (মূলধন রেভিনিউ ব্যয় – উত্তোলন)নিচের কোনটি সঠিক?
মূলধন আনয়নে লেনদেনের কী হয়েছে?
ভাড়া প্রদান করার জাবেদা দাখিলা কোনটি?
সম্পদ বৃদ্ধি পায় নিচের কোনটির কারণে?