X ও Y দু'জন একই সাথে বন্ধু ও ব্যবসায়ী। X বছর শেষে দেখল যে, তার পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ অলস অবস্থায় পড়ে আছে। অপরদিকে Y তার ব্যবসায় সম্প্রসারণের জন্যে ঋণদাতা খুঁজছিলেন। X তার তহবিল হতে ১,০০,০০০ টাকা Y কে ঋণ হিসেবে এবং ৫০,০০০ টাকা দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করলেন।
X তার বিনিয়োগ হিসাবে কত টাকা অন্তর্ভুক্ত করবে?