জনাব মাহমুদ একজন খুচরা ব্যবসায়ী। তিনি জুন মাসের লেনদেনগুলো লিপিবদ্ধ করে হিসাব বইতে সংরক্ষণ করেন। নিচে তার লেনদেনগুলো উল্লেখ করা হলো-
১. মাহমুদ ২৫,০০০ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করল
২. যন্ত্রপাতি ক্রয় করা হলো ১,০০০ টাকা
৩. সুধীরের নিকট থেকে পণ্য ক্রয় ২,০০০ টাকা
হিসাবের শ্রেণিবিভাগ সম্পর্কে সামঞ্জস্যপূর্ণ-
i. ব্যয় হিসাব
ii. সম্পদ হিসাব
iii. আয় হিসাব
নিচের কোনটি সঠিক?
লেনদেন ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়। লেনদেনের ফলে অর্থের প্রাপ্তি যেমন ঘটতে পারে, তেমনি প্রদানও ঘটতে পারে; আবার কোনো কোনো লেনদেনের ফলে আয় বা ব্যয়ের হ্রাস-বৃদ্ধি ঘটতে পারে, একইভাবে সম্পদ বা দায়ের হ্রাস-বৃদ্ধি ঘটতে পারে। বিভিন্ন প্রকৃতির অসংখ্য আয়, ব্যয়, সম্পদ ও দায় ব্যবসায় প্রতিষ্ঠানে বিদ্যমান। লেনদেনের ফলে যে সকল আয়, ব্যয়, সম্পদ বা দায় প্রভাবিত হবে, তা নির্দিষ্ট ছকে দুতরফা দাখিলা পদ্ধতির নিয়মানুযায়ী লিপিবদ্ধ করা হয় এবং প্রত্যেকটি খাতের মোট ও নিট পরিমাণ নির্ণয় করা হয়। লেনদেনের ফলে প্রতিটি খাতের ক্রমাগত পরিবর্তন ও নিট পরিমাণ জানার জন্য হিসাব প্রস্তুত করা হয়।
এই অধ্যায় শেষে আমরা-