একটি স্প্রিং এর এক প্রান্ত দৃঢ় অবলম্বনের সাথে ঝুলিয়ে অপর মাথায় একটি বস্তু যুক্ত করে দুলতে দিলে তার গতি হবে-
i. সরলরৈখিক গতি
ii. স্পন্দন গতি
iii. পর্যাবৃত্ত গতি
উপরের কোনটি সঠিক?
পদার্থবিজ্ঞান ঠিকভাবে বোঝার জন্য যে কয়েকটি বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকতে হয় তার একটি হচ্ছে তরঙ্গ। এই অধ্যায়ে আমরা আমাদের পরিচিত যান্ত্রিক কয়েক ধরনের তরঙ্গের মাঝেই আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখব।
শব্দ এক ধরনের তরল। আমাদের দৈনন্দিন জীবনে শব্দের খুব বড় একটা ভূমিকা রয়েছে, তাই আমরা এই অধ্যায়ে শব্দ, শব্দের বেগ, শব্দের প্রতিধ্বনি এবং তার দূষণ নিয়েও আলোচনা করব।