ব্যবসায়ের সকল দেনা-পাওনা নিষ্পত্তি সংক্রান্ত লেনদেন মম ট্রেডার্সের হিসাবরক্ষক একই হিসাবের বইতে লিপিবদ্ধ করে তা থেকে জের নির্ণয় করেন কিন্তু সান ট্রেডার্সের হিসাবরক্ষক একই লেনদেন বিশেষ জাবেদায় লিপিবদ্ধ করেন।
নগদ উদ্বৃত্ত নির্ণয়ের জন্য সান ট্রেডার্সকে প্রস্তুত করতে হবে -
i. একঘরা নগদান বই
ii. নগদপ্রাপ্তি ও প্রদান জাবেদা
iii. নগদান হিসাব
নিচের কোনটি সঠিক?