জনাব রফিকের একটি জেনারেল স্টোর আছে তার জেনারেল স্টোরটি ব্যস্ত মার্কেটে অবস্থিত হওয়ায় সবসময় খুব ভিড় থাকে। জনাব রফিক তার স্টোরটি কয়েকজন কর্মচারী দ্বারা পরিচালিত করেন। তিনি একদিন লক্ষ করলেন যে, তার স্টোরের কর্মচারী স্টোর থেকে চুরি করেছে। জনাব রফিক তৎক্ষণাৎ কর্মচারীকে বরখাস্ত করলেন।
জনাব রফিকের স্টোরে সর্বাধিক কোন লেনদেন সংঘটিত হয়?