জনাব সৈকত একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি তার প্রতিষ্ঠানে নগদান বই তৈরি করেন, একঘরা নগদান বইয়ের ভিত্তিতে। জনাব সৈকত প্রতিষ্ঠানে নগদ লেনদেন ছাড়াও চেকের মাধ্যমে লেনদেন সংঘটিত হয়।
নগদান বই জাবেদা ও খতিয়ানের সুবিধা ভোগ করে। ফলে-
i. ভুলভ্রান্তি ও তছরূপ ধরা পড়ে
ii. প্রচুর সময় ও শ্রম লাগে
iii. প্রচুর সময় ও শ্রম বাঁচে
নিচের কোনটি সঠিক?