আর.এফ.এল প্লাস্টিক কোং-এর মার্চ মাসের নগদ প্রাপ্তিসমূহ নিম্নরূপ: প্লাস্টিক দরজা বিক্রয় ২০,০০০ টাকা, পুরাতন খবরের কাগজ বিক্রয় ১,০০০ টাকা, ৫,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিসাপেক্ষে এস.কে. ভোর থেকে ৪,৮০০ টাকা পাওয়া গেল। তাছাড়া প্রতিষ্ঠানটির নগদ প্রদান জাবেদার নগদ উদ্বৃত্ত ১৫,০০০ টাকা।
নগদ প্রদান জাবেদায় নগদ উদ্বৃত্ত নগদান বইতে কোন ঘরে লিপিবদ্ধ হবে?