নিচের উদ্দীপকটি পড় এবং নিচের প্রশ্নের উত্তর

গোপাল তার ঠাকুরদার একমাত্র নাতি। চোখের সামনে ঠাকুরদার মৃত্যুতে সে শোকাহত হয়। গোপাল দেখে মৃত্যুর পর তার ঠাকুরদার দেহটিকে ফুলের মালা ও চন্দন দিয়ে সাজিয়ে তার বাবা ও পাড়া-প্রতিবেশীরা শ্মশানে নিয়ে যায়। শাস্ত্র অনুযায়ী গোপাল ও তার বাবা-মা বার দিন অশৌচ পালন করেন।

তাদের অশৌচ পালনের মাধ্যমে অর্জিত হবে-

i. শ্রাদ্ধ করার উপযুক্ততা

ii. আত্মার শান্তি কামনায় নিজেদের প্রস্তুত করা 

iii. শাস্ত্রীয় বিধি-বিধান পালন করা 

নিচের কোনটি সঠিক?

Created: 1 year ago | Updated: 1 year ago
Updated: 1 year ago
Promotion