স্নাতক পরীক্ষার পর রুনুর বাবা-মা তার বিয়ের দিন ধার্য করে। ঐদিন রুনুকে বহুমূল্য বস্ত্র ও অলংকার দ্বারা সজ্জিত করে তার বাবা তাকে বরের হাতে সম্প্রদান করেন। এ অনুষ্ঠানে পুরোহিত মন্ত্র পাঠ ও যজ্ঞের মাধ্যমে তাদের বিবাহ কার্য সম্পন্ন করেন।
উক্ত বিবাহ আয়োজনে যা থাকে-
i. শুভলগ্নে নারায়ণ ও অগ্নিকে সাক্ষী
ii. উলুধ্বনি ও শঙ্খধ্বনি
iii. গুরু ও আমন্ত্রিত অতিথির উপস্থিতি
নিচের কোনটি সঠিক?