একদিন নীলয় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় এক মহিলার চিৎকার শুনে তাকিয়ে দেখে এক ছিনতাইকারী ভদ্র মহিলার ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে। তখন নীলয় তার পিছু নিয়ে ছিনতাইকৃত ব্যাগ উদ্ধার করে ভদ্র মহিলার হাতে তুলে দেয়। এতে সে কিছুটা আঘাতপ্রাপ্তও হয়।
তোমার পাঠ্যবইয়ের কার চরিত্রের সাথে নীলয় চরিত্রের মিল খুঁজে পাওয়া যায়?