পালিশাস্ত্রে এমএ ডিগ্রি লাভ করে সম্প্রতি প্রব্রজ্যা ধর্মে দীক্ষা নিয়েছে শান্তনু মুৎসুদ্দি। ছাত্রজীবনের ঘোর শত্রু বিমল বিপথে চলে যাচ্ছে দেখে শান্তনু তার জন্য ধ্যানে বসে প্রার্থনা করে। যাতে সে সুপথে ফিরে আসে।
শান্তনুর ভাবনায় পঞ্চ ভাবনার কোনটির প্রতিফলন ঘটেছে?