পালিশাস্ত্রে এমএ ডিগ্রি লাভ করে সম্প্রতি প্রব্রজ্যা ধর্মে দীক্ষা নিয়েছে শান্তনু মুৎসুদ্দি। ছাত্রজীবনের ঘোর শত্রু বিমল বিপথে চলে যাচ্ছে দেখে শান্তনু তার জন্য ধ্যানে বসে প্রার্থনা করে। যাতে সে সুপথে ফিরে আসে।
এ ধরনের ভাবনা ছাড়াও শান্তনুর কর্তব্য-
i. অপরের দুঃখে সমব্যথী হওয়া
ii. নিজের লাভ-ক্ষতি বিবেচনা না করে মানুষের উপকার করা।
iii. সর্বক্ষণ ধ্যানে নিমগ্ন থাকা
নিচের কোনটি সঠিক?