or
Don't have an account? Register
স্বাধীনতার যুদ্ধে গ্রামের এক বাড়িতে আশ্রয় নিয়েছিল আহত কয়েকজন মুক্তিযোদ্ধা। টাকার লোভে বাড়ির মালিক তাদেরকে পাকসেনাদের হাতে তুলে দেয়। সেই থেকে সে বজলু রাজাকার নামে সকলের ঘৃণার পাত্র হয়ে আছে।
বজলু এবং নাটকের চরিত্রে যে জিনিসটির চরম অভাব তা হলো-
উদ্দীপক ও 'সিরাজউদ্দৌলা' নাটকে সমভাবে প্রকাশিত হয়েছে—
উদ্দীপকের শিব্বিরের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে?
সাদৃশ্যের কারণ হলো, উভয়েই—
i. কৃতঘ্ন
ii. ক্ষমতালোভী
iii. অর্থলোভী
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকের হিসাবের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের সাদৃশ্য মেলে?
উদ্দীপকের মিঠু চরিত্রটি নিচের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
উল্লিখিত প্রতিনিধিত্বের কারণ কী?