জমিদার কান্ত রায়ের মৃত্যুর পর একমাত্র পুত্র হীরক রায় জমিদারি লাভ করেন। হীরক রায় বয়সে তরুণ ও সরল প্রকৃতির মানুষ। সরলতার সুযোগ নিয়ে কাকা তপন রায় অমাত্যদের নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। টের পেয়ে হীরক রায় কঠোরহস্তে সেই ষড়যন্ত্র দমন করেন।
হীরক রায়ের অমাত্যদের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের মিল আছে?