ফারজানা যখন কিশোরী ছিল তখন সারাক্ষণ উপন্যাস পড়ায় মগ্ন থাকত। তখন তার বাহ্যিক কোনো খেয়ালই থাকত না, এমনকি ডাকাডাকিতেও তার কোনো সাড়া মিলত না। কিন্তু এখন মা হবার পর সারাক্ষণ সন্তান নিয়ে এত ব্যস্ত যে উপন্যাস পড়ার সময়ই পায় না।
ফারজানার আচরণের পরিবর্তন ঘটেছে মূলত কোন কারণে?