মি. রতন এ্যাপারেল ফ্যাক্টরির মালিক। তার ফ্যাক্টরিতে বাজার থেকে তুলা ক্রয় করে এনে প্রথমে সুতা তৈরি করা হয় অতঃপর পর্যায়ক্রমে ঐ সুতা দ্বারা কাপড় ও শার্ট-প্যান্ট তৈরি করা হয় এবং প্রতিটি শার্ট ও প্যান্ট ২৫০০ টাকা দরে বিক্রি করা হয়।
মি. রতনের ফ্যাক্টরিতে তৈরি সুতাকে কোন পর্যায়ের দ্রব্য বলা যায়?