মি. মারুফ 'নূর ট্রেডার্স' এর একজন হিসাবরক্ষক। তিনি হিসাবরক্ষণের সময় অনিচ্ছাকৃতভাবে প্রাপ্য বিল হিসাব ৮,০০০ টাকার স্থলে ৬,০০০ টাকা ডেবিট করেন। অপরদিকে প্রদেয় বিল হিসাব ৪,২০০ টাকার স্থলে ২,২০০ টাকা ক্রেডিট করেন এবং তার রেওয়ামিলটি মিলে যায়।
মি. মারুফ রেওয়ামিলে কোন ধরনের ভুল হয়েছে?