মি. মারুফ 'নূর ট্রেডার্স' এর একজন হিসাবরক্ষক। তিনি হিসাবরক্ষণের সময় অনিচ্ছাকৃতভাবে প্রাপ্য বিল হিসাব ৮,০০০ টাকার স্থলে ৬,০০০ টাকা ডেবিট করেন। অপরদিকে প্রদেয় বিল হিসাব ৪,২০০ টাকার স্থলে ২,২০০ টাকা ক্রেডিট করেন এবং তার রেওয়ামিলটি মিলে যায়।
মি. মারুফ এর রেওয়ামিলের ভুল সংশোধন না করলে ব্যবসায়ের -
i. মোট চলতি সম্পদ হ্রাস পাবে
ii. চলতি অনুপাত প্রভাবিত হবে
iii. চলতি দায় হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?