'ক' রাজ্যের রাজা বল্লম সেন কার্তিককে হত্যা করে ক্ষমতা দখল করেন। রাজ্যের প্রথা অনুযায়ী গনেশ তার সুন্দরী কন্যাকে শিষ্ঠাচার শিখানোর জন্য রাজদরবারে প্রেরণ করেন। দুশ্চরিত্র বল্লম সেন গণেশের কন্যার শ্লীলতাহানী করে। ফলে গণেশ পার্শ্ববর্তী রাজ্যের রাজাকে 'ক' রাজ্যে আক্রমণের অনুরোধ জানায়।
উদ্দীপকের ঘটনার সাথে ইসলামের ইতিহাসের কোন ঘটনার সাদৃশ্য বিদ্যমান?