আব্বাসী খিলাফত প্রতিষ্ঠিত হবার পর আব্বাসীয়রা উমাইয়াদের ওপর নিষ্ঠুর নিধন যজ্ঞ চালায়। এ সময় যে ক'জন উমাইয়া আত্মরক্ষা করতে পেরেছিলেন তার মধ্যে মিশামের পৌত্র একজন। অত্যন্ত অসহায় অবস্থা থেকে নিজের ভাগ্যেন্নয়ন করে তিনি ৭৫৬ খ্রিস্টাব্দে স্পেনে উমাইয়া শাসনের গেড়াপত্তন করেন।
উদ্দীপকে কোন মুসলিম শাসকের কথা বলা হয়েছে?