অধ্যাপক অজয় গবেষণাগারে একই পরীক্ষণ বার বার করে ফলাফলের সত্যতা যাচাইপূর্বক পরীক্ষণের ফল প্রকাশ করেন। ফল প্রকাশের পর তার সহকর্মী একই পরীক্ষণ পুনরাবৃত্তির মাধ্যমে যাচাই করে দেখেন পরীক্ষণের ফলাফল সঠিক হয়েছে।
উক্ত পদ্ধতির বৈশিষ্ট্যাবলি-
i. বস্তুনিষ্ঠতা
ii. পুনরাবৃত্তি
iii. পরিসংখ্যানগত পরিমাপ
নিচের কোনটি সঠিক?