মাইসাদের পরিবারের সকলে শীতের ছুটিতে বেড়াতে যাবে। কেউ কক্সবাজার, কেউ বান্দরবান যেতে চায়। মাইসার বাবা রাতে সবাইকে নিয়ে আলোচনায় বসলেন। অবশেষে বান্দরবান যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। কবে, কখন, কীভাবে যাওয়া হবে সবকিছু ঠিক করা হলো।
মাইসার পরিবার কোন ধরনের সিদ্ধান্ত নিল?